Header Ads

Header ADS

I blindly worship my own gurus, I am intoxicated by the blind opposition of others and I sing the song of unity.


Welcom to my website Soyaeb Hossain

নিজের গুরুদের অন্ধ পূজা করি, অন্যের অন্ধ বিরোধিতায় মত্ত থাকি আবার ঐক্যের গান গাই।

#কি_আজিব_ব্যাপার?
#শাইখ মিজানুর রহমান আজহারী কোনো ফত‌ওয়া দিলেই সেটা বিতর্কিত ও মুসলমানদের ঐক্য নষ্টের কারণ। সমাজের অপ্রচলিত ফত‌ওয়া দিয়ে উনি বিভ্রান্তি সৃষ্টি করছেন। যেটা প্রচলিত সেটার পক্ষেই ফত‌ওয়া দেওয়া উচিত। #তাহলে
১) মাওলানা মামুনুল হক সাহেব বললেন, একগুঁয়েমি দূর করার জন্য লুডু খেলা জায়েজ।
#আচ্ছা এই ফত‌ওয়া কি আমাদের দেশে পরিচিত ও প্রচলিত? জীবনেও তো এরকম ফত‌ওয়া কোনদিন শুনলাম না। আজ এমন অদ্ভুত ফত‌ওয়া শোনার পরেও কি ফিতনার গন্ধ পেয়েছেন? সামান্যতম কোনো সমালোচনা শুনছিলেন। শুনেন নি, কারণ উনি আকাবির।
আর এই কথা যদি ডঃ মিজানুর রহমান আজহারী বলতেন তাহলে ফিত্নার গন্ধটা পেতাম এইভাবে, "আজ একগুঁয়েমি দূর করার জন্য লুডু খেলা জায়েজ ফত‌ওয়া দিয়েছে । কালকে বলবে, একগুঁয়েমি দূর করার জন্য মেয়েদের সাথে আড্ডা দেওয়াও জায়েজ।"
#শুরু হয়ে যেত বাজারী মুফতিদের ফত‌ওয়া। আমাদের মতো সাধারণ মানুষদের ফেসবুকে টিকা দায়বার হয়ে উঠত।
২) মাওলানা মামুনুল হক সাহেব আরো বলেছেন, শারীরিক ব্যায়ামের জন্য ফুটবল খেলা জায়েজ। অথচ এই খেলা শুরুই হয় ফরজ লংঘন করে। তিনি এটাও বলেন নি যে হাটু ঢেকে খেললে তা জায়েয হবে। কিন্তু আমাদের মুফতিরা এখানেও নিরব। আর যদি আজহারী বা এই গ্রুপের কেউ বলত, তাহলে দেখতেন এই খেলা নিয়ে নতুনভাবে আরো কত গবেষণা শুরু হ‌ইত আর নতুন নতুন ফত‌ওয়ার আবির্ভাব ঘটত। কিন্তু মামুনুল হক সাহেব বলার কারণে ফিতনা সৃষ্টি হয় না, ঐক্য‌ও নষ্ট হয় না। আজহারী সাহেবের মুখ থেকে যেটাই বের হয় সেটাই ঐক্যের জন্য কাল হয়ে দাঁড়ায়।
,
৩) চরমোনাই পীর সাহেব বললেন, "মাওলানা আশরাফ আলী থানবী ও রশিদ আহমদ গাংগুহী কোনো কথা বললে কোনো দলিলের প্রয়োজন নাই, বিনা দলিলে তা গ্রহণযোগ্য।"
#এমন শিরকি কথার পর‌ও কোনো প্রতিবাদ পেয়েছেন? পাননি। কারণ, হুজুরদের ভুল ধরা বেয়াদবি। কিন্তু বিপরীত পক্ষের কেউ যদি বলতো, মাওলানা সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী যা বলেন তা বিনা দলিলে গ্রহণযোগ্য, তাহলে হুজুররা তার রক্ত বৈধ করে ফেলত। তখন ফিতনা সৃষ্টি হতো, ঐক্য‌ও নষ্ট হইত কিন্তু পীর সাহেবরা বলে কিছুই হয়না।
(অবশ্যই এমন কথা যেই বলুক আমরাও শক্ত ভাষায় প্রতিবাদ করব। কোনো অন্ধ প্রেমের জায়গা আমাদের হৃদয়ে নাই)
,
৪) চরমোনাই পীর সাহেব বললেন, অন্যান্য প্রতীকে ভোট দিলে সেই ভোট পাবে তাদের নেতা আর আমার প্রতীকে ভোট দিলে সেই ভোট পাবেন মুহাম্মদ (সাঃ) (নাউজুবিল্লাহ)।
#এমন বন্ডামি কথার মধ্যেও আমাদের হুজুররা ফিতনা খুইজ্জা পায়না, বরং ঐক্যের ঘ্রাণ পায়। সকল ফিতনা আর অনৈক্য নিহিত কেবল আজহারী বা এই গ্রুপের আলেমদের মধ্যে।
৫) ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী বললেন, আমি কাউকে গালি দেই না। আর গালি দিলে সর্বোচ্চ হারামজাদা বলি। উনি ইয়াজিদকেও হারামজাদা বলেছেন। অথচ আমরা সবাই জানি তার পিতা হচ্ছেন একজন বিখ্যাত সাহাবী হযরত মুয়াবিয়া (রাঃ)।
উনার কাছে "হারামজাদা" কোন গালি নয়, এটা দোয়া। এইজন্য এখানেও আমাদের হুজুররা শরীয়তবিরোধী কিছুই পায় না, তাই নিরব।
৬) মাওলানা মওদুদীর উপর লাগামহীন মিথ্যাচার করলেও সমস্যা হয় না আর আমরা এই মিথ্যাচারের জবাব দিতে গেলেই ফেতনা সৃষ্টি হয়ে যায়, ঐক্য নষ্ট হয়ে যায়।
#এইরকম একগুঁয়ে লোকদের একগুঁয়েমি দূর করার জন্য লুডু খেলা জায়েজ ফত‌ওয়া দিলেও খুব একটা অপরাধ হবে না বলে আশা করি।
,
#আমার এই পোস্টেও অনেকে ফেতনার গন্ধ খুঁজে বেড়াবেন। আমি চোখে আংগুল দিয়ে হাসা কথা ক‌ইদেই বলে কারো ভালো হ‌ইত্তাম পারি না। আমার সব হাসা কথার সাথে এটাও একটা হাসা কথা যে, আমরা কারো দোষ খুঁজে বেড়াই না। আপনাদের একগুঁয়েমি দূর করার জন্য দোষ ধরিয়ে দেই। এই পোস্টে এটাই করা হয়েছে। ‌
#যারা নিজের সিলসিলায়ে হুজুরদের অন্ধ পূজা করে আর সিলসিলার বাহিরে হ‌ইলেই অন্ধ বিরোধিতায় মত্ত থাকে। এইরকম একগুঁয়ে লোকদের মুখ থেকে যখন ঐক্যের স্লোগান শুনি তখন বুঝতে পারিনা যে, এদের একগুঁয়েমিতার জন্য দুঃখ প্রকাশ করব নাকি বিবেক লোপ পেয়েছে বলে শোক প্রকাশ করব।
,
#তাই আসুন আগে নিজে বদলি, পরে অন্যকে বদলাই



No comments

Powered by Blogger.