Header Ads

Header ADS

If you want something from God, how many times do you have to ask?


Welcom to my website Soyaeb Hossain

#আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নিম্নে কতবার চাইতে হবে?

,
হাদীস শরীফে বর্ণিত হয়েছে,
مَن سأَل اللهَ الجنَّةَ ثلاثَ مرّاتٍ قالت الجنَّةُ: اللَّهمّ أدخِلْه الجنَّةَ ومَن استجار مِن النّارِ ثلاثَ مرّاتٍ قالت النّارُ: اللَّهمَّ أجِرْه مِن النّارِ
"যে ব্যক্তি আল্লাহর কাছে তিন বার জান্নাত কামনা করে। জান্নাত বলে, আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দিন। আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নাম বলে, আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিন।"
صحيح ابن حبان ١٠٣٤

তিনবার বলার অর্থ হচ্ছে আপনি বিষয়টি গুরুত্ব ও জোর দিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ (সাঃ)ও গুরুত্বপূর্ণ কোনো কিছু বললে তিনবার পুনরাবৃত্তি করতেন। (সহীহ আবু দাউদ, ৩৬৫৩)
,
#এই জন্য আল্লাহর কাছে কোনো কিছু চাইলে তিনবার গুরুত্ব দিয়ে চাইবেন। অবশ্যই আল্লাহ তাআলা তা দান করবেন

No comments

Powered by Blogger.