A common abuse on Facebook is bastards
#ফেসবুকের একটা কমন গালি হচ্ছে হারামজাদা। এটা এত তুচ্ছ ও নগণ্য গালি যে, এটাকে কোনো পাপই মনে করা হয় না। কিন্তু আপনি জানেন হারামজাদা কাকে বলে?
#একটা মায়ের অবৈধ সম্পর্কে কোনো সন্তান জন্ম নিলে তাকে হারামজাদা বলে। যার পিতার পরিচয় থাকে না তাকে হারামজাদা বলে। কেউ কেউ স্পষ্ট জারজ বলে গালি দেন। আবার কেউ বলেন তার জন্মে সমস্যা আছে।
#আইচ্ছা, আপনি কি জানেন ওই ব্যক্তি সত্যি হারামজাদা? কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা এই ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে উত্তর দিতে পারবেন? রাগের বসত নীজের ক্রোধকে থামানোর জন্য একজন ব্যক্তির উপর এত বড় মিথ্যা অপবাদ দিতে আমাদের একটুও বুক কাঁপে না?
#কুরআন মজীদে আল্লাহ তা'আলা কাফেরদের অনেক সমালোচনা করেছেন কিন্তু তিনি তো কাউকে এভাবে গালি দেন নি। শুধুমাত্র সুরা কলমে ওলিদ ইবনে মুগিরাহকে হারামজাদা বলেছিলেন। আর সে তো সত্যিই হারামজাদা ছিল কিন্তু আপনি আমি যাকে গালি দিচ্ছি তার ব্যাপারে আমরা নিজেরাই জানি যে, আমার এই অভিযোগ সত্য নয়। তাহলে এত বড় পাপ কেন করছি?
,
#আমি কখনো কাউকে হারামজাদা গালি দেই না। কেন দেইনা, জানেন? মিথ্যা অপবাদের শাস্তি তো আছেই । তার পাশাপাশি আমাকে অনেকে হারামজাদা বলে গালি দেয় কিন্তু আমার ভীষণ কষ্ট হয়। আর এটাও ভাবি যদি আমি কাউকে হারামজাদা বলে গালি দেই তাহলে সেও আমার মতো অনেক কষ্ট পাবে।
,
#তাই আসুন! নিজে বদলী, অন্যকে বদলাই
#একটা মায়ের অবৈধ সম্পর্কে কোনো সন্তান জন্ম নিলে তাকে হারামজাদা বলে। যার পিতার পরিচয় থাকে না তাকে হারামজাদা বলে। কেউ কেউ স্পষ্ট জারজ বলে গালি দেন। আবার কেউ বলেন তার জন্মে সমস্যা আছে।
#আইচ্ছা, আপনি কি জানেন ওই ব্যক্তি সত্যি হারামজাদা? কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা এই ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে উত্তর দিতে পারবেন? রাগের বসত নীজের ক্রোধকে থামানোর জন্য একজন ব্যক্তির উপর এত বড় মিথ্যা অপবাদ দিতে আমাদের একটুও বুক কাঁপে না?
#কুরআন মজীদে আল্লাহ তা'আলা কাফেরদের অনেক সমালোচনা করেছেন কিন্তু তিনি তো কাউকে এভাবে গালি দেন নি। শুধুমাত্র সুরা কলমে ওলিদ ইবনে মুগিরাহকে হারামজাদা বলেছিলেন। আর সে তো সত্যিই হারামজাদা ছিল কিন্তু আপনি আমি যাকে গালি দিচ্ছি তার ব্যাপারে আমরা নিজেরাই জানি যে, আমার এই অভিযোগ সত্য নয়। তাহলে এত বড় পাপ কেন করছি?
,
#আমি কখনো কাউকে হারামজাদা গালি দেই না। কেন দেইনা, জানেন? মিথ্যা অপবাদের শাস্তি তো আছেই । তার পাশাপাশি আমাকে অনেকে হারামজাদা বলে গালি দেয় কিন্তু আমার ভীষণ কষ্ট হয়। আর এটাও ভাবি যদি আমি কাউকে হারামজাদা বলে গালি দেই তাহলে সেও আমার মতো অনেক কষ্ট পাবে।
,
#তাই আসুন! নিজে বদলী, অন্যকে বদলাই
No comments