The main tool to convert Maulana Maududi (RA) into Mr. Maududi:
#মাওলানা মওদুদী (রহঃ)-কে মিস্টার মওদুদী তে রুপান্তরিত করার প্রধান হাতিয়ারঃ
#এটা সর্বজনস্বীকৃত কথা যে, মাওলানা মওদুদীকে মিস্টার মওদুদী বানানোর ক্ষেত্রে আমাদের হুজুরদের নিজস্ব কোনো চিন্তা চেতনা নেই, মাওলানা মওদুদীর বই পড়ে নিজের পক্ষ থেকে গবেষণা করে ফতওয়া দেওয়ার মতো ভেজাল কাজে আমাদের হুজুররা অভ্যস্ত নয়। আকাবিরদের কাছ থেকে এলহামের মাধ্যমে হোক আর স্বপ্ন যুগে হোক কোনো কিছু পেলে সেটাই মাওলানা মওদুদীকে কাফির বানানোর একমাত্র অস্ত্র।
,
#এইরকম একটা বড় অস্ত্রের নাম হচ্ছে মাওলানা তাকী আসমানী (হাফিঃ) রচিত, "হযরত মুয়াবিয়া আওর তারিখ হাকাইক" বা ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া (রাঃ)। এটা নিয়ে যেন আমাদের হুজুরদের অহংকারের শেষ নাই। পান থেকে চুন খসলেই, এই বইটি পড়ুন, মিষ্টার মওদুদীর সাহাবী বিদ্বেষীতার সব প্রমাণ পেয়ে যাবেন।
,
#কিন্তু আমাদের দীনী বন্ধুদের মাথায় একটা মারাত্মক দুর্বল চিন্তা রয়েছে। তাদের সিলসিলার কোনো আলিম একটা বই লিখলে মোটামুটি তারা নিশ্চিত হয়ে যান, এর সমতুল্য বর্তমান বিশ্বে কোনো বই নাই কিংবা এর জবাব দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। অতএব এটাই এই ব্যাপারে শেষ গ্রন্থ। তাই বইটি পড়ুন আর মওদুদী ত্যাগ করুন।
,
#কিন্তু আমাদের বন্ধুদের এটা জানা নেই যে, মাওলানা তকী উসমানী সাহেব মাওলানা মওদূদীর খেলাফত ও রাজতন্ত্র বইয়ের জবাবে "ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া" গ্রন্থটি টেনেটুনে মোটামুটি ১০০ পৃষ্ঠার কাছাকাছি দাঁড় করিয়েছেন। কিন্তু এই বইয়ের জবাবে মাওলানা সাইয়েদ আবুল আ'লা মওদুদী (রহঃ)-এর পিএস জাস্টিক গোলাম আলী "খেলাফত ও রাজতন্ত্র গ্রন্থের ওপর অভিযোগের পর্যালোচনা" নামে সাড়ে ৫০০ পৃষ্ঠার একটি বিশাল গ্রন্থ রচনা করে তাকী ওসমানী (হাফিঃ)-এর মুখ এমনভাবে বন্ধ করে দেন যে, আজ পর্যন্ত তিনি এই বিষয়ে আর কলম ধরেন নি।
,
#আমাদের দীনী বন্ধুদের দ্বিতীয় দুর্বল চিন্তা হচ্ছে যে, তারা শুধু নিজের সিলসিলা'র আলেমদেরকে সবজান্তা মনে করেন। তারা মনে করেন যে আমাদের ঘরনার বাহিরে কোন আলিমই নাই। এই জন্য অন্য মসলকের কারো বই পড়ার প্রয়োজন মনে করেন না । নিজের আলিমদের তারা চূড়ান্ত মনে করেন। এইজন্য মাওলানা মওদুদীর বিরুদ্ধে কোনো অভিযোগ জানতে চাইলে শুধু অমুক বই পড়ুন, তমুক বই পড়ুন। অমুক আলেম মাওলানা মওদুদী সম্পর্কে এই ফতওয়া দিয়েছেন, তমুক আলিম এই ফতওয়া দিয়েছেন। কেউ আবার গুগল থেকে মাওলানা মওদুদীর বিরুদ্ধে অভিযোগের ইয়া লম্বা একটা লিস্ট কপি করে পেস্ট করে দিবেন। বুঝার উপায় থাকে না যে, এটা কি মাওলানার বিরুদ্ধে কোনো অভিযোগ নাকি বাজারের খরচের লিস্ট।
#মাওলানা মওদুদীকে কাফির বানানোর পুঁজি মোটামুটি এই তিনটার মধ্যে সীমাবদ্ধ।
,
#এইরকম একটা বড় অস্ত্রের নাম হচ্ছে মাওলানা তাকী আসমানী (হাফিঃ) রচিত, "হযরত মুয়াবিয়া আওর তারিখ হাকাইক" বা ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া (রাঃ)। এটা নিয়ে যেন আমাদের হুজুরদের অহংকারের শেষ নাই। পান থেকে চুন খসলেই, এই বইটি পড়ুন, মিষ্টার মওদুদীর সাহাবী বিদ্বেষীতার সব প্রমাণ পেয়ে যাবেন।
,
#কিন্তু আমাদের দীনী বন্ধুদের মাথায় একটা মারাত্মক দুর্বল চিন্তা রয়েছে। তাদের সিলসিলার কোনো আলিম একটা বই লিখলে মোটামুটি তারা নিশ্চিত হয়ে যান, এর সমতুল্য বর্তমান বিশ্বে কোনো বই নাই কিংবা এর জবাব দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। অতএব এটাই এই ব্যাপারে শেষ গ্রন্থ। তাই বইটি পড়ুন আর মওদুদী ত্যাগ করুন।
,
#কিন্তু আমাদের বন্ধুদের এটা জানা নেই যে, মাওলানা তকী উসমানী সাহেব মাওলানা মওদূদীর খেলাফত ও রাজতন্ত্র বইয়ের জবাবে "ইতিহাসের কাঠগড়ায় হযরত মুয়াবিয়া" গ্রন্থটি টেনেটুনে মোটামুটি ১০০ পৃষ্ঠার কাছাকাছি দাঁড় করিয়েছেন। কিন্তু এই বইয়ের জবাবে মাওলানা সাইয়েদ আবুল আ'লা মওদুদী (রহঃ)-এর পিএস জাস্টিক গোলাম আলী "খেলাফত ও রাজতন্ত্র গ্রন্থের ওপর অভিযোগের পর্যালোচনা" নামে সাড়ে ৫০০ পৃষ্ঠার একটি বিশাল গ্রন্থ রচনা করে তাকী ওসমানী (হাফিঃ)-এর মুখ এমনভাবে বন্ধ করে দেন যে, আজ পর্যন্ত তিনি এই বিষয়ে আর কলম ধরেন নি।
,
#আমাদের দীনী বন্ধুদের দ্বিতীয় দুর্বল চিন্তা হচ্ছে যে, তারা শুধু নিজের সিলসিলা'র আলেমদেরকে সবজান্তা মনে করেন। তারা মনে করেন যে আমাদের ঘরনার বাহিরে কোন আলিমই নাই। এই জন্য অন্য মসলকের কারো বই পড়ার প্রয়োজন মনে করেন না । নিজের আলিমদের তারা চূড়ান্ত মনে করেন। এইজন্য মাওলানা মওদুদীর বিরুদ্ধে কোনো অভিযোগ জানতে চাইলে শুধু অমুক বই পড়ুন, তমুক বই পড়ুন। অমুক আলেম মাওলানা মওদুদী সম্পর্কে এই ফতওয়া দিয়েছেন, তমুক আলিম এই ফতওয়া দিয়েছেন। কেউ আবার গুগল থেকে মাওলানা মওদুদীর বিরুদ্ধে অভিযোগের ইয়া লম্বা একটা লিস্ট কপি করে পেস্ট করে দিবেন। বুঝার উপায় থাকে না যে, এটা কি মাওলানার বিরুদ্ধে কোনো অভিযোগ নাকি বাজারের খরচের লিস্ট।
#মাওলানা মওদুদীকে কাফির বানানোর পুঁজি মোটামুটি এই তিনটার মধ্যে সীমাবদ্ধ।
#যে জীবনে নিজের গর্ত থেকে বের হয়নি, বাইরে যে আরেকটা জগত আছে সে বুঝবই বা কেমনে করে? একবার সাহস করে ভুল ধরার উদ্দেশ্য হলেও এই বইটা পড়ুন। কমেন্ট বক্সে আমি দুইটা বইয়েরই লিংক দিয়ে দিচ্ছি। সারা জীবন তো বড়ো হুজুরের কথায় চললেন। অন্তত এবার বই দুটো পড়ে নিজের বিবেক-বুদ্ধি দিয়ে মাওলানা মওদুদীকে কাফির বানানোর চেষ্টা করুন। তাহলে ক্রেডিটটা নিজের হাতে থাকবে।
,
#বই দুটোর লিঙ্ক কমেন্ট বক্সে।
,
#বই দুটোর লিঙ্ক কমেন্ট বক্সে।

No comments