Header Ads

Header ADS

Period is a woman's pride


Welcom to my website Soyaeb Hossain

 পিরিয়ড একজন নারীর অহংকারঃ


আজকে আমার এক মেয়ে ফ্রেন্ডকে নিয়ে কফি দোকানে গিয়েছিলাম কফি খেতে।
হঠাৎ দেখি আমার বান্ধীকে আমি কিছু জিজ্ঞেস করার আগেই চলে গেলো আমাকে কিছু না বলে.....
মনে হলো সে কিছু নিয়ে কষ্ট পেয়েছে।
বাসায় গিয়ে কল করে বললো তার পিছনের ছেলে গুলি তাকে নিয়ে আজেবাজে কথা বলছিলো.তার জামার পিছনে ভেজা দেখে (অনেক কান্নাকাটি করলো মোবাইলে এর ভিতরে ) আমি তাকে বুঝালাম অনেক।
মেয়েটার জামার পেছনে
ছোপ ছোপ ছাপ কি যেনো দেখে যাচ্ছে আপনার অনেক হাসি পায় তাইনা?
আবার ভাবেন কি অসভ্য মেয়ে
ঠিকমত খেয়াল করে চলাফেরা করতে পারেনা.......লজ্জা নেই?
Image may contain: one or more people

যদি জানতেন সাত সাতটা দিন কত কি সয্য করতে হয় এই অসহায় মেয়েটাকে,
আরে ভাই সত্যি বলছি লজ্জা নিজেই পেতেন।
পিরিয়ডের দিনগুলোতে হাত পা থেকে শুরু করে সারাটা শরীর অবস হয়ে যেতে থাকা মেয়েগুলোও ঠিকই কাজ করছে।
কার কাজ করে বলুনতো আপনারই,
পেটে অসহ্য যন্ত্রণা নিয়েও কাপড় কাঁচ্ছে,
ঘর গোছাচ্ছে কত ভারী ভারী কাজ করছে।
আর এত কষ্টের পর অসাবধনতায় কোথাও একফোঁটা রক্তের দাগই
হয়ে যায় আপনার হাসির কারণ।
আপনিতো কারো ছেলে,কারো ভাই,কারো স্বামী তাইনা?
আপনি না বুঝলে আর কে বুঝবে বলুন।
হেসে বা তাচ্ছিল্য করে নয় ঘরের সদস্যদের সাপোর্ট করুন।
বাহিরে কোনো মেয়েকে এভাবে দেখলে
তাকেও মনে মনে সম্মান করুন।

"মেয়েটা নোংরা"
এই কথাটা বলে তাকে ছোটো করা বন্ধ করুন।
অসাবধানতা হতেই পারে!
!


এই নোংরা রক্তই পারে একটা নারীকে মা হবার পূণর্তা দিতে।
হ্যা"অবশ্যই "পিরিয়ড" এর জন্যই একজন নারীর অহংকার।

No comments

Powered by Blogger.