International Mother Day
আজকে যারা মায়ের সাথে থাকা ছবি পোস্ট করছে এরা আসলে মাকে ভালোবাসে না তাই নির্দিষ্ট একটি দিনে ভালোবাসা দেখানোর জন্য নিজের মায়ের সাথে ছবি তুলে কিছুদিন টাইমলাইনে ঝুলিয়ে রাখে।
আরে মাকে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন লাগে না। কারণ ইসলাম তো আল্লাহর পরে পিতা মাতার সন্মান তার মধ্যে আবার পিতার চেয়ে মায়ের সন্মান ৩গুন বেশি তাহলে আপনার মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট দিন কেন লাগবে এটা শুধু মাত্র লোক দেখানো ভালোবাসা মাত্র।
আর যদিও আপনি মুসলিম হন তাহলে কেন আপনি হাদিসে বিপক্ষে অবস্থান নিবেন এটা তো বিদেশিদের কালচার এটা কেন আপনি করবেন।
পশ্চিমা দেশগুলোতে ধর্মীয় ভাবে তাদের কোনো আত্বীয় পরিচয় নাই / সম্পর্কে ভেদাভেদ নাই তারা ছোট্ট থেকে অন্যের কাছে বড় হয় তার বয়স হলে ইচ্ছা মতো ফুর্তি করে বুড়ো /বয়স্ক হলে ম্যানহলে থাকে।
তারা সন্তান মায়ের সাথে, পিতা মেয়ের সাথে,ভাই বোনের সাথে, দুলাভাই শালীর সাথে শারীরিক মেলামেশা করে। তাদের স্পেসিয়ালি ভালোবাসার সময় নাই তারা নির্দিষ্ট দিন করে ভালোবাসে।
এবার ভাবুন আপনিও যদি এমনটা করেন তাহলে আপনার ও তাদের চরিত্রের মধ্যে কি পার্থক্য আছে?
এবার আসি মেয়েদে কথায়। বাংলাদেশের অধিকংশ মেয়েদের ড্রেস সেটআপ তো পশ্চিমাদের পোশাকে পরিনত হয়ছে।
সো সেই পোশাকে /অর্ধ-উলঙ্গ অবস্থায় ছবি তুলে সোসাল মিডিয়ায় ভালোবাসা দেখাচ্ছেন নিজে তো পাপ করছেন এবং অন্যকেও পাপের সামিল করছেন।
কারণঃ রাসুলুল্লাহ সাঃ বলেছেন তোমরা নারীদের কে এমন ভাবে পর্দা করাও যাদে দূর থেকে কালো কাকের মতো দেখা যায়।
আসি যারা হিজাব পরে। আসলে হিজাব তো এখন পর্দার জন্য পরে বরং ফ্যাশন করার জন্য পরে। আরে ভাই হিসাব পরে শরীরে টাইট বরকা / গেঞ্জি পরে বিষয়টি হাস্যকার হলেও মুসলিম জাতীর জন্য এটা খুবই বিপদ।
কারণ নতুন বালতি তে এক বালতি পানি রেখে বালতিটার তলা ছিদ্র করে দেয়া হলো নতুন বালতির কোনো মূল্য থাকবে আসলে হিজবী সুন্দরীরা ও ঐ ফুটো বালতির নেয়।
তাহলে এবার বলুন আসলে আপনি ঠিক করেছেন কিনা।
মহান আল্লাহ আমাদের কে হেদায়েতের পথ দেখিয়ে দিন।
আমাদেরকে সঠিক পথে চলার তাওফিক দিন। আমিন
আমাদেরকে সঠিক পথে চলার তাওফিক দিন। আমিন
No comments