Some Talk
সারারাত নগ্ন হয়ে শুয়ে থেকে ইয়াবা সেবন করা মেয়েটি ফেসবুকে স্ট্যটাস দিচ্ছে ঘুমের চেয়ে নামাজ উত্তম।
মাথায় জেল দিয়ে চুল খাড়া করে দেওয়া ভাইটি স্ট্যাটাস দিচ্ছেন আজকাল পর্দাশীন নারী পাওয়া খুব কঠিন।। অথচ, তার ফিচার ফটোতে নেলপালিশ পড়া মাইয়্যা মাইনস্যাের হাত।
বুক টান টান করে ঠোঁট কামড়িয়ে ইনস্টাগ্রামে পিক আপ্লোড করা মেয়েটি ক্যাপশন দিচ্ছে আল্লাহ সব কিছুর মালিক।
মাথায় বাঁধাকপির মতো হিজাব পড়া মেয়েটি কড়া লাল লিপস্টিক দিয়ে ছবি আপ্লোড করে বলছে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না।
অবৈধ উপার্জন করা মানুষটা টাকা হাতে পেয়ে বলছে হে পরওয়ারদিগার আপনি আমারে রহমত করছেন না হয় আমার যে কি বিপদ হইত।
সুদখোর চাচাটা মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে কপালে বেহেশতের চিন্হ অঙ্কিত করে ফেলেছে।। অথচ হাদিসে আছে, অবৈধ উপার্জন দ্বারা গঠিত শরীরের রক্ত মাংস দোজখে যাবে।
ছেলেটা সারারাত পর্নোগ্রাফি দেখে দিনে বলছে ইসলামী নামাজি একজন মেয়েকেই বিয়ে করব।
প্রায় নগ্ন হয়ে ফটোশুট করে মেয়েটা টক শো তে এসে বলছে মাশাল্লাহ আমাকে এতবার গুগলে সার্চ দেওয়া হয়েছে।।
নাই নামাজ নাই বন্দেগী মেয়েটি স্টেটাস দিচ্ছে এই সূরা এতবার পড়লে বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে।
আসলে আমরা অনেকেই সভ্য কিন্তু সভ্যতার মুখোশের আড়ালে আমাদের মাঝে আরেকটি রূপ বাস করছে যেটি আমি কিংবা আপনি...
No comments