Header Ads

Header ADS

The Alim community needs more awareness


Welcom to my website Soyaeb Hossain

আলিম সমাজকে আরো অধিক সচেতনতার প্রয়োজন এবং সবাইকে আল্লামা সাঈদীকে ফলো করা উচিতঃ

,
#আমার মতো হাজার সাধারণ মুসলমান একটা কথা বললে সেটা কোনো গুরুত্ব বাড়বে না, মানুষে তার দিকে তাকাবেও না । কিন্তু একজন আলেম যখন জনসম্মুখে কথা বলেন তখন সেটা জনসাধারণের জন্য দলিল হয়ে যায়। আমজনতা সেটাকে ওহীর মতো বিশ্বাস করে।
#কিন্তু কিছু সম্মানিত আলেম তাঁদের কথাবার্তায় মারাত্মক অসচেতনতার পরিচয় দিয়ে থাকেন, যদিও তাঁদের সবচেয়ে বেশি সচেতনতার প্রয়োজন ছিল। তাদের অসচেতন ও অসতর্কতার কারণে কিছু ভুলভাল বক্তব্য নিয়ে মানুষ যখন গোটা আলেম সমাজকে নিয়ে ট্রল দেয় তখন আমাদের নিদারুণ কষ্ট লাগে।
আমাদের এই অসচেতনতার কারণে ইসলামকে আমরা হাসিঠাট্টার বস্তুতে পরিণত করে দিচ্ছি।
,
#একবার বলি আল্লাহর কসম যারা নিয়মিত অজু করে তাদের করোনা আসবে না, করোনা আসলে কুরআন মিথ্যা হয়ে যাবে। আবার বলি হযরত আবু বকর (রাঃ) মহামারীতে ইন্তেকাল করেছেন। তাহলে তিনি কি বেনামাযী ছিলেন? (নাউজুবিল্লাহ)
#আবার কেউ কেউ করোনাকে স্বপ্ন দেখেন এবং সেটাকে কুরআনেও পেয়ে যান।
#কেউ বলেন পীরের মুরিদ হইলে করোনা আসবে না।
#কেউবা করোনার অর্থ করে থাকেন , "ক" দিয়ে কোরান, "র" দিয়ে রোজা "না" দিয়ে নামাজ।
#এই পরিস্থিতিতেও কেউ আবার ফত‌ওয়া দেন মাস্ক পড়ে নামাজ পড়লে সালাত শুদ্ধ হবে না
#আবার কেউ মাস্ক পড়াকে হাস্যকর মনে করতেছেন, মাস্ক পড়তে নিষেধ‌ও করতেছেন।
#আরেক মূর্খ বলতেছে ঘরে ঘরে মিলাদ দিলে করোনা দূর হয়ে যাবে।
,
এইভাবে করোনা নিয়ে হুজুরদের অনেকটা অসচেতনতামূলক বক্তব্য আমরা শুনেছি, যার দরুন সর্বত্র হুজুরদেরকে নিয়ে অনেক ট্রল মারা হয়েছে।
,
#এর কিছুদিন পরে আরেকদল হুজুর করোনা দূর করার যন্ত্র আবিষ্কার করলেন। 12 ই মে আকাশ থেকে সুরাইয়া তারা বের হবে আর ওইদিন সমস্ত মহামারী দূর হয়ে যাবে।
#১২ ই মে অতিক্রম করল । সুরাইয়া তারা উদিত হওয়ার সময় চলে গেল কিন্তু করোনা আগের মতই সর্বত্র ছড়িয়ে রইল। আলেমসমাজ আবার হাস্যরসে পরিণত হলো। এর ফলে শুধু মুষ্টি কয়েক আলিম হাস্যকরে পরিণত হন নি বরং গোটা ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হলো, হাদীসকে মিথ্যা প্রতিপন্ন করে দেওয়া হলো।
,
#আবার কিছু আলিম বৈজ্ঞানিক এমন উদ্ভট কথাবার্তা বলেন ও তথ্য দিয়ে থাকেন যেগুলো শুধু হাস্যকর না বিব্রতকরও। আজকে আমরা আবেগপ্রবণ হয়ে গেছি। আবেগের কাছে বিবেক বরাবর হার মানতে। জ্ঞান ছাড়া অনুমানভিত্তিক কথাবার্তা বলা শুরু করছি, যার কারণে হাসির পাত্র হচ্ছি।
,
#কেউ আবার ফত‌ওয়া দেবার বেলায় স্থান-কাল-পাত্রের প্রতি লক্ষ্য না রেখে ফত‌ওয়া দিচ্ছেন, যার কারণে সমালোচিত হচ্ছেন।
#আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী একটি জীবন, একটি ইতিহাস, একটি আন্দোলন। তিনি এককভাবে যত মাহফিল করেছেন এবং তাঁর প্রোগ্রামে যত লোক উপস্থিত ছিলেন, বিশ্বের মধ্যে এইরকম বড়ো প্রোগ্রাম খুব কমই হয়েছে।
তাঁকেও প্রোগ্রামে বিভিন্ন প্রশ্ন করা হ‌ইত, এমনকি তাঁর প্রোগ্রামে আলাদা একটা প্রশ্ন উত্তর পর্ব‌ও থাকতো। সেগুলো একত্রিত করে একাধিক বইও বের হয়েছে।
#তিনি হাজার হাজার প্রোগ্রাম করেছেন, লক্ষ লক্ষ মানুষের সামনে কোরআন থেকে তাফসীর করেছেন। অসংখ্য প্রশ্নের উত্তর দিয়েছেন, অনেক মাস,আলা বর্ণনা করেছেন কিন্তু তাঁকে নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী ট্রল করার সুযোগ পায়নি। তার বৈজ্ঞানিক আলোচনা শুনলে বিস্মিত না হয়ে পারা যায় না। তাঁকে এই যুগের একজন বিজ্ঞানী বললেও অযৌক্তিক হবে না। কিন্তু কোনদিন শুনেছেন তার বৈজ্ঞানিক কোনো ভুল তথ্যকে কেন্দ্র করে আলাদা কোনো ভিডিও তৈরি হতে? তার কোনো মাস‌আলাকে কেন্দ্র করে তাঁকে নিয়ে ট্রল দিতে?
,
#তিনি রাজনৈতিক ব্যক্তি হিসেবে সমালোচিত ছিলেন কিন্তু একজন আলেম হিসেবে প্রথম থেকে জেলে যাওয়া পর্যন্ত তাঁর মান- মর্যাদা ও সম্মান পুরাপুরি অক্ষুণ্ন রেখেছেন।
,
#আমি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে বর্তমান আলেম সমাজের জন্য মডেল মনে করি। আমাদের আলিমদের উচিত কথাবার্তা বলার ক্ষেত্রে আল্লামা সাঈদীকে ফলো করা। তাঁর মতো তীক্ষ্ণ দৃষ্টিতে কথাবার্তা বলা এবং সব সময় বিতর্কিত জিনিস এড়িয়ে চলা। তাহলে আমরা নিজে বাঁচব, ইসলামকে বাঁচাব এবং তার পাশাপাশি যারা ট্রল মারার জন্য ওত পেতে বসে থাকে তাদের মনমগজেও কুপোকাত করা হবে।

No comments

Powered by Blogger.