Header Ads

Header ADS

Advantages and disadvantages of reciting Quran on mobile


Welcom to my website Soyaeb Hossain

#মোবাইলে কুরআন তিলাওয়াতের উপকারিতা ও অপকারিতাঃ
,
হয়তো ভাবতে পারেন যে, মোবাইলে কুরআন তেলাওয়াতে উপকারিতা আছে বুঝলাম কিন্তু অপকারিতা কীভাবে? আসলে প্রত্যেকটা ভালো জিনিসেরও একটা বেড এফেক্ট থেকে যায়। মোবাইলে কুরআন তিলাওয়াতও এর ব্যতিক্রম নয়। এর সবচেয়ে বড়ো অপকারিতা হচ্ছে মোবাইলে কুরআন তিলাওয়াতে অভ্যস্ত হওয়ার ফলে হার্ডকপি ঘরের কোণায় বছরের পর বছর অবহেলিত অবস্থায় পরে থাকে, কেউ একবার মেলেও দেখে না। হার্ডকপির গুরুত্ব এখন কমে গেছে। মানুষ সফট কপির উপর নির্ভরশীল হয়ে পড়ছে।
,
নফল নামাজে কুরআন দেখে পড়া জায়েজ হইলেও আমরা কাউকে এ কাজে উৎসাহিত করি না বরং দেখে কুরআন পড়তে নিরুৎসাহিত করি। কেননা দেখে কুরআন পড়তে অভ্যস্ত হয়ে গেলে মানুষ এটার উপর নির্ভরশীল হয়ে পড়বে, কুরআন মুখস্থ করা ছেড়ে দিবে। তাছাড়া মুখস্থ কুরআন পড়লে সালাত যে স্বাদ পাওয়া যায়, দেখে পড়তে সেই স্বাদ পাওয়া যায় না।
,
#একই কারণে মোবাইলে কুরআন পড়তে অভ্যস্ত হওয়াকে আমি উচিত মনে করিনা।
#আপনি গাড়িতে বসে আছেন। কুরআন পড়ার ইচ্ছা কিন্তু সাথে কুরআন নেই কিংবা কুরআন থাকলেও ওযু নেই, এমতাবস্থায় মোবাইলে কুরআন তেলাওয়াত করুন, খুব ভালো।
#বিকালে নদীর তীরে হাঁটতেছেন, ভাবছেন অযথা অবেলায় সময় নষ্ট না করে এই ফাঁকে একটু কোরআন তেলাওয়াত করি তখন মোবাইলে পড়েন, এটাও প্রশংসনীয়।
#মশারি টানিয়ে রাত্রে শুয়ে আছেন। ঘুম আসতেছেনা। বললেন, যেহেতু ঘুম আসতেছে না, একটু কোরআন তেলাওয়াত করি তখন শুয়ে শুয়ে মোবাইলে দেখে কুরআন পড়েন, এটাও উত্তম।
,
#কিন্তু সব সময় এটার ওপর অভ্যস্ত হয়ে পড়বেন না। যখন ঘরে স্বাভাবিক থাকবেন তখন অজু করে হার্ড কপি সামনে নিয়ে কুরআন তেলাওয়াত করুন। কুরআনকে ছুঁইলে বরকত, কুরআনের দিকে তাকাইলে বরকত। সর্বোপরি আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের পৃষ্ঠা উলটপালট করতে যে মজা পাবেন সেই মজা কোনদিনও মোবাইলে পাবেন না।
,
#তাই অসময়ে মোবাইল ব্যবহার করুন আর সময়ে হার্ডকপিতে তেলাওয়াত করুন এবং এটাই বেশি ব্যবহার করুন। আল্লাহর কালামকে স্পর্শ করলেই অন্তরে একটা প্রশান্তি অনুভূত হয়, মোবাইলে সফট কপির দিকে হাজারবার তাকালেও সেই প্রশান্তি পাওয়া যাবে?







No comments

Powered by Blogger.