Header Ads

Header ADS

Slight problem


Welcom to my website Soyaeb Hossain

#কিঞ্চিৎ_সমস্যা

করোনায় কেবল বিসমিল্লাহ কইচে (কথিত বিসমিল্লাহ ৭৮৬!)
যদিও মৃতের হার কম তবুও সবাই সাবধান থাকুন। সেক্ষেত্রে সতর্কতা হলঃ
  •  কেহ মর্কেট টাইমের পরে বাহিরে বের হবেন না। কারন ওই সময় করোনা ভাইরাস ঘুরতে বের হয়।

  • মসজিদে তো যাবেনই না,গেলেও ৩হাত দুরে দুরে দাড়াবেন। কারণ মসজিদেই করোনা উৎপত্তি হয়।

আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। নিশ্চয় হ্যাডলাইন দেখে বুঝতে পারছে আসলে আমি কি বলতে চাচ্ছি।
আসুন তাহলে কথা না বাড়িয়ে অন্যের নিন্দা, মন্দ, গীবত ও সমালোচনা করা শুরু করে দেয়??? কি বলেন করবো না থাক গীবত ও সমালোচনা এগুলো তো পাপ।
তবুও এদেশের আলেম সমাজ নিয়ে কিছু কথা বলি যারা কিনা তোতা পাখির মতো সবক গিলেছে কোরআন ও হাদীসের কিন্তু আজ থেমে গিয়েছে তাদের মুখের স্বচ্চার কন্ঠে আজাদী খুতবা।
আসলে কারণ কি জানেন- "আমরা তো বাঙ্গালি আমরা শক্তের ভক্ত নরমের যম" ।
দেখুন আজ কোনো সোশাল মিডিয়ার ব্যবহার ছারা সারা পৃথিবী জুড়ে যার কন্ঠে কুরআনের কথা শুনত আজ সেই কুরআনের পাখি দাউদের খাঁচায় বন্ধি।জানেন তার অপরাধ কি ছিলো ঃ সে শুধু আল্লাহর ভয়পেয়ে কুরআনের সঠিক প্রচার করতো।
এবার দেখেন আমরা কেমন মুসলিম। সারাবিশ্বে জুড়ে যার অবদান আমরা ভুলতে পারবো না। যার মুখে কুরআনের কথা শুনত সকল ধর্মের লোক। সে ছিলো যুগের শ্রেষ্ঠ কমপ্রিটিভ রিলিজিয়নের ব্যাখ্যা যে ব্যাখ্যা শুনে ইহুদি, খৃষ্টান, বৌদ্ধ, হিন্দু তাদের ধর্ম ত্যাগ করে লক্ষ্যঅধিক মানুষ মুসলিম হয়েছে। আজ সে নিষিদ্ধ বন্ধ তারও মুখের ভাষা। কানণ কি ছিলো জানেন ঃ কোনো উলাঙ্গ নারী, কোনো খারাপ বিজ্ঞাপনের চিত্র ছাড়া চলতো একটি চ্যানেল।যেখানে হতো কুরআনের সঠিক ব্যাখ্যা ও সঠিক প্রচার।এবং সে কোনো মনগড়া প্রচার করতো না যেটা করতো সাথে সাথে পবিত্র গ্রন্থ কুরআন ও হাদীস থেকে তার রেফারেন্স দিতো।
এবার আসুন শুনি ভাইরাল বাংলাদেশের যুবকদের আইডল শিক্ষত সমাজ যার কথা শুনত নিস্তব্ধ হয়ে যার কুরআনের আলোচনার মাহফিলে ছিলো উপচে পড়া ভিড় যুবকদের মধ্যে ছিলো আকাশ চুম্বি জনপ্রিয়তা। কন্ঠে ছিলো সুমধুর ছিলো স্পষ্ট ভাষি কিন্তু তারপর ও থেমে গিয়েছ তার মুখের ভাষা।
কারণ কি জানেন ঃ সে ছিলো না কোনো মাজার পূজারী সে মাহফিলের মাঠে বলতোনা কোনো কিচ্ছা কাহিনি। প্রচার করতো কুরআন ও হাদীসের সঠিক ব্যাখ্যা।
এবার আসি আপনাদের কথায় যে এরা ভুল প্রচার করে ভুল কথা বলে। হ্যা আমি মেনে নিলাম তারা ভুল বলে।এটা বলুন আপনারা এরা তো মানুষ নাকি যিন? আর মানুষ মানেয় তো ভুল। আরে মিয়া এতো ভুল ভুল করেন আপনি কি বলতে পারবেন আপনি ১০০% সঠিক আছেন। হ্যা পারবেন কারণ আপনি তো বাংলাদেশের গন্ডি না পেরিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী।
Image may contain: text
আচ্ছা তাহলে বলুন আপনি এতো জ্ঞানী এতো শিক্ষত এতো হক বাতিল বুঝেন তাহলে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করেন না কেন? তখন আপনার কন্ঠ কেন থেমে যায়? অন্যর গীবত করেন কেন অন্যের জনপ্রিয়তা নিয়ে হিংসায় জ্বলে পুড়ে মরেন কেন?
একটি কথা বলি কান খুলে শুনুন এখানে যাদের নিয়ে বলছি তারা সাবাই ইসলামের এক একজন দ্বায়ী। আপনার চেয়ে তারাও আল্লাহ ভিরু নবী প্রেমিক কম নয়। সো বি কেয়ার ফুল। ভালো হয়তে পয়সা লাগে না।তাই আসুন দুনিয়ার সকল মুসলিম এক হয় বতিলের বিরুদ্ধে দূর্গ গড়ে তুলি দেখবেন তাহলে ত্রিভুনে ইসলামের বিজয় অতি সন্ন্যিকটে।
ধন্যবাদ সাবাইকে।

No comments

Powered by Blogger.