Header Ads

Header ADS

Some Islamic words


Welcom to my website Soyaeb Hossain

মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানের মূল্যবান খন্ড চিত্রঃ-

১. সারাদিন রোযা রেখে ক্ষুধা - তৃষ্ণার কষ্ট সহ্য করছি,অথচ আমরা'ই কাউকে গালি দেই, উপহাস করি, অভিশাপ দেই,, আচরণে বিনয়ী না।
(ফুটা বালতি...)
২. আমরা সুন্নতি দাড়ি রেখেছি কিন্তু, বেপর্দা মেয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামীনের ভয় নেই, দৃষ্টি নত করি না।
(ফুটা বালতি...)
৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়ছি, কিন্তু নামাজে মোটেও মনোযোগ নাই , মুহব্বত নাই, খুশুখুজু নাই।
(ফুটা বালতি...)
৪. সাধারণ মানুষের সামনে আমরা খুবই বিনয়ী কিন্তু, বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি।
(ফুটা বালতি...)
৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করি কিন্তু, তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করি।
(ফুটা বালতি...)

Image may contain: 1 person, beard and close-up
(ফুটা বালতি...)
৭. আমরা প্রতিদিন তাহাজ্জুদ পড়ছি, কুরআন তিলাওয়াত করছি, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছি।
(ফুটা বালতি...)
৮. আমরা হিজাব পড়ি , পর্দানশীন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম দিয়ে বের হই।
(ফুটা বালতি...)
৯. আমরা মানুষের অনেক উপকার করি,কিন্তু সেটা করছি মানুষের মধ্যে আপনার নামধাম প্রচার হওয়ার জন্য, সুখ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না।
(ফুটা বালতি...)
১০. আমরা সারাক্ষণ ফেসবুকে দ্বীনী পোস্ট দেই, ইসলামিক লেখালেখি করি, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না।
(ফুটা বালতি...)



ফুটা বালতিতে যতই পানি ভরতে থাকিনা কেন,তা যেমন সেখানে থাকে না,তেমনি উপরের দোষগুলো থাকলে যতই আমল করি না কোনো, ভালো আমলও আমাদের আমলনামায় থাকবে না😭😭মহান আল্লাহ তা'আলা আমাদের সঠিক বুঝ দিন,
আমিন।

No comments

Powered by Blogger.